ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক

২০২৫ ডিসেম্বর ০৯ ১১:১৪:১৮
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক

নিজস্ব প্রতিবেদক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান।

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান শুরু করেন তিনি। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদেরকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে ২৭ নভেম্বর মামলার ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ধারাবাহিকভাবে বিভিন্ন প্রত্যক্ষদর্শী, পুলিশ সদস্য, আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালতে বক্তব্য দিয়েছেন। ২৪ ও ২৩ নভেম্বর সাক্ষ্য দেওয়া হলেও কিছু সাক্ষীর জবানবন্দি বিশেষ কারণে গৃহীত হয়নি। এছাড়া ১৮, ১৬, ১৩, ১২ এবং ১১ নভেম্বরও গুরুত্বপূর্ণ সাক্ষ্য উপস্থাপিত হয়েছে, যেখানে আবু সাঈদকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে গুলিবর্ষণের নির্দেশ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ২৮ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে। তার সঙ্গে সাক্ষ্য দেন সাংবাদিক মঈনুল হকও।

চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। তার আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক ২৪ আসামির জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয় ২২ জুলাই। পরবর্তীতে তাদের পক্ষে পৃথক শুনানিও অনুষ্ঠিত হয়।

মামলায় মোট সাক্ষী সংখ্যা ৬২ জন, যাদের সাক্ষ্যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আলোচিত এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে