ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপিতে যোগ দিচ্ছেন ছাত্র উপদেষ্টা, ভেতরের খবর ফাঁস

২০২৫ ডিসেম্বর ১০ ১০:৪৮:৪৫
এনসিপিতে যোগ দিচ্ছেন ছাত্র উপদেষ্টা, ভেতরের খবর ফাঁস

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই তারা পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। একই সঙ্গে তাদের দায়িত্বে থাকা তিন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়েও আলোচনা চলছে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, দুই উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ—ইতিমধ্যে পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। আজই তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।সমসাময়িক বিষয়ে কথা বলতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। তবে মাহফুজ আলম আজই ঘোষণা দেবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা।

মাহফুজ আলম: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তারা সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হবে কি না, নাকি বর্তমান উপদেষ্টাদের মধ্যে বণ্টন করা হবে—তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা রয়েছে। তবে শেষ মুহূর্তে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম বলেই বিভিন্ন সূত্রের ধারণা।

আলোচনায় রয়েছে—ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা।আদিলুর রহমান খান–এর হাতেও এ দায়িত্ব যেতে পারে। তিনি শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান–কেও নতুন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জন রয়েছে।

দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও কৌতূহল বেড়েছে। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুই ছাত্র উপদেষ্টা এনসিপিতে যোগ দিতে পারেন—এমন আলোচনা দলটির ভেতরেও জোরালো হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এনসিপির সঙ্গে কিছু মতপার্থক্যও রয়ে গেছে। সমঝোতা না হলে তারা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মেও যোগ দিতে পারেন বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে