ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাইব্যুনালে হাজির হেভিওয়েট মন্ত্রীরা: হাসিমুখে শাজাহান

২০২৫ ডিসেম্বর ০৮ ১১:৫৯:৪৭
ট্রাইব্যুনালে হাজির হেভিওয়েট মন্ত্রীরা: হাসিমুখে শাজাহান

নিজস্ব প্রতিবেদক : শীতের সকালে বাড়তি নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনাল চত্বরে হাজির হন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এসময় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে ১৬ জনকে ট্রাইব্যুনালে আনা হয়।

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান হাসিমুখে হাজির হন, তবে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলককে কিছুটা বিষণ্ণ দেখা যায়। হাজিরা চলছিল চব্বিশের জুলাই-অগাস্ট আন্দোলন সংক্রান্ত হত্যা ও মানবতাবিরোধী মামলায়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল মামলার অগ্রগতি নিয়ে শুনানি করছেন।

আজ হাজিরা হওয়া সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন:

আইনমন্ত্রী আনিসুল হক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

নৌমন্ত্রী শাজাহান খান

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম

সাবেক এমপি সোলাইমান সেলিম

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী

সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

অসুস্থ থাকার কারণে সাবেক এমপি ফারুক খান হাজির হননি।

সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে পৃথক চার্জ দেওয়া হয়েছে। এছাড়া, ইন্টারনেট সেবা বন্ধ করার অভিযোগে পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছে। আনিসুল ও সালমানের বিরুদ্ধে কারফিউ প্রয়োগ করে ছাত্র-জনতার হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং শিগগিরই ফরমাল চার্জ দেওয়া হবে।

এদিন সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী সতর্কভাবে সবাইকে তল্লাশি করে ট্রাইব্যুনালে প্রবেশ করাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে