ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় মিলবে ডিএনএতে

২০২৫ ডিসেম্বর ০৬ ২০:০৬:৫৮
অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় মিলবে ডিএনএতে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হচ্ছে রবিবার (৭ ডিসেম্বর)। দীর্ঘদিন ধরে অচিহ্নিত থাকা এসব ১১৪ জন শহীদের মরদেহ উত্তোলন করে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে পরিচয় নিশ্চিত করবে সিআইডি।

শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রবিবার সকাল থেকেই রায়েরবাজার কবরস্থানে মরদেহ উত্তোলন কাজ শুরু করবে তদন্তকারী দল। তিনি বলেন, মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী সময়ে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন সম্পন্ন করা হবে।

সকালে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরুর আগে কবরস্থান এলাকায় ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং অন্যান্য আন্তর্জাতিক পরামর্শকরাও উপস্থিত থাকবেন।

কবরস্থানের নির্দিষ্ট স্থানে শহীদদের দাফন করা হয়েছিল। পরিচয় শনাক্তকরণ কার্যক্রমকে সহজ করতে সিটি করপোরেশন ওই জায়গাটি মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে বিশেষভাবে প্রস্তুত করেছে। মরদেহ উত্তোলন ও বিশ্লেষণের সুবিধার্থে কবরস্থানের পাশে ইতোমধ্যে তাবু স্থাপন করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদদের পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনটি করেছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে