ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইজিপিকে সরাতে প্রধান উপদেষ্টাকে চিঠি

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:০৭:৪৫
আইজিপিকে সরাতে প্রধান উপদেষ্টাকে চিঠি

নিজস্ব প্রতিবেদক: বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উঠে আসায় তাকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল। শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা প্রাণ হারান। ঘটনাটি এখনও জাতির সম্মিলিত বেদনা ও বিচার প্রত্যাশার প্রতীক হিসেবে রয়ে গেছে।

তদন্ত কমিশনের রিপোর্টে দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার নাম উঠে আসায় ন্যায়বিচার, জনবিশ্বাস এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল অবস্থায় থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরত্বপূর্ণ অভিযোগ তদন্তের নিরপেক্ষতা বিঘ্নিত করতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্যই হলো আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনআস্থা পুনর্গঠন। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্টে নাম থাকা সত্ত্বেও আইজিপিকে দায়িত্বে রাখা জনমনে সংশয় তৈরি করছে।

চিঠিতে তিনটি দাবি উত্থাপন করা হয়—

১. বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করা।২. মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর একই বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সচিবদের কাছে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে