ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

জীবনে ৮-১০টা বিয়ে হওয়া কোনো অন্যায় নয়

২০২৫ অক্টোবর ২১ ১০:২১:০৭
জীবনে ৮-১০টা বিয়ে হওয়া কোনো অন্যায় নয়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বক্তা ও আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমী বলেছেন, জীবনে একাধিক বিয়ে (৮-১০টি পর্যন্ত) কোনো অন্যায় বা নিন্দনীয় বিষয় নয়, যতক্ষণ তা শরীয়ত অনুযায়ী হয় এবং নারীদের ওপর কোনো জুলুম না থাকে।

রবিবার নিজের ফেসবুক পোস্টে কাশেমী লেখেন, “একসঙ্গে চারজন স্ত্রী রাখা বৈধ সীমা। তবে জীবনে একাধিক বিয়ে হওয়া দোষের নয়। অনেকের জীবনে স্ত্রী মারা যাওয়া, ডিভোর্স, বা সম্পর্ক টিকিয়ে না রাখতে পারার কারণে একাধিক বিয়ে হয়ে থাকে—এটা স্বাভাবিক।”

তিনি জানান, “বাংলাদেশে লাখো পুরুষ আছেন, যারা এক স্ত্রীর সঙ্গেও জুলুম করে। জালেম একজন এক স্ত্রীর ওপরও জুলুম করে, আবার আদেল ব্যক্তি একাধিক স্ত্রী থাকলেও ইনসাফ করতে পারে। তাই সমস্যা বিয়েতে নয়, সমস্যা আচরণে।”

একাধিক বিয়ে করা নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা ৮-১০টা বিয়েকে অন্যায় মনে করে, তারা আজ নাস্তিকদের সুরে সুর মিলিয়ে কথা বলছে। অথচ সাহাবায়ে কেরাম, এমনকি রাসূল সা. এর জীবনেও একাধিক বিয়ের উদাহরণ রয়েছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এসব জানলে আপনাদের ভাষায় তাদেরও 'খারাপ' মনে করবে?”

কাশেমী বলেন, “আমি নিজেও একাধিক বিয়ে করেছি। কিন্তু যদি সবকিছু শরীয়ত অনুযায়ী হয়, ইনসাফ বজায় থাকে, তাহলে এমন বিবাহ ও তালাককে জঘন্য বলা যায় না।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে