ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

হাসিনা সরকারের ১০ চুক্তি বাতিল করল অন্তর্বর্তী সরকার

২০২৫ অক্টোবর ২১ ০৮:৫১:৪১
হাসিনা সরকারের ১০ চুক্তি বাতিল করল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পাদিত ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে তিনি এ তথ্য প্রকাশ করেন।

আসিফ লেখেন, “ভারতের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে এই ১০টি চুক্তি বাতিল করা হবে।”

বাতিল হওয়া চুক্তির মধ্যে রয়েছে:

ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ

অভয়পুর–আখাউড়া রেল সম্প্রসারণ

আশুগঞ্জ–আগরতলা করিডর

ফেনী নদী পানি ব্যবস্থাপনা

সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি

ফারাক্কাবাদে আর্থিক সহায়তা প্রস্তাব

সিলেট–শিলচর সংযোগ

পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ

ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা)

ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSE–র সঙ্গে টাগ বোট চুক্তি

ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত রয়েছে, আদানি বিদ্যুৎ চুক্তি ও গঙ্গা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনায় আনা হয়েছে। তিস্তা চুক্তি এখনও খসড়া অবস্থায় রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, “আজ এ বিষয়ে আমি কোনো কথা বলব না।”

সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, কূটনৈতিক মহলে বিষয়টি ভারত–বাংলাদেশ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে