ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের সংকটের নেপথ্যের কাহিনি

২০২৫ অক্টোবর ১৩ ১৬:৫৬:৩৯
ইসলামী ব্যাংকের সংকটের নেপথ্যের কাহিনি

নিজস্ব প্রতিবেদক : এক সময় দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। প্রবাসীদের রেমিটেন্স, আমানত ও বিনিয়োগের ওপর নির্ভর করে গড়ে ওঠা এই ব্যাংক একসময় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার আমানতের মালিক ছিল। তবে ২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকেই শুরু হয় এক অন্ধকার অধ্যায়।

বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজারের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের মোট শেয়ারের পরিমাণ ১৬১ কোটি। এর মধ্যে এস আলম গ্রুপের একক নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ১৩১.৩৬ কোটি শেয়ার, যা ব্যাংকের মোট শেয়ারের ৮১.৫৯ শতাংশ। প্রতিটি শেয়ারের মূল্য ৪২ টাকা ধরে এই মালিকানার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা—যা বাংলাদেশের ব্যাংক খাতে নজিরবিহীন।

ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে প্রকাশ পেয়েছে, এস আলম গ্রুপ ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। এর মধ্যে শুধুমাত্র অফশোর ব্যাংকিং ইউনিট থেকেই ১৮ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়।

ব্যাংকের ভেতরে তৈরি হয় এক প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা। আত্মীয়-স্বজন, ভুয়া প্রতিষ্ঠান ও সহযোগী কোম্পানির নামে ঋণ অনুমোদন দিয়ে ব্যাংকটি এক ভয়াবহ আর্থিক সংকটে পড়ে। এর ফলে প্রতি বছর প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার লোকসান গুনতে হয় ব্যাংককে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর, বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে এস আলম গ্রুপের শেয়ার জব্দ করে। তবে এখনো তা লিকুইডেশন করে ব্যাংকের দায় পরিশোধে ব্যবহৃত হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এই ধীরগতির আইনি প্রক্রিয়া ব্যাংকটির জন্য বিপজ্জনক ঝুঁকি তৈরি করছে।

বর্তমান সংকটের মধ্যে সচেতন ব্যবসায়ী ফোরামসহ নানা সংগঠন দাবি তুলেছে— ইসলামী ব্যাংককে তার প্রকৃত মালিকদের হাতে ফেরত দিতে হবে। তা না হলে দেশের এক সময়ের সবচেয়ে লাভজনক ও সুশৃঙ্খল ব্যাংকটি চিরতরে হারিয়ে যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে