ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

মোদিকে নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার

২০২৫ অক্টোবর ০৪ ১৮:৫১:১২
মোদিকে নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়াকে চাপে ফেলতে পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার তেল রফতানিতেও চাপ আসে। তবে ভারতসহ কিছু দেশ রাশিয়ার সস্তা জ্বালানি তেল কেনা অব্যাহত রাখে।

এই প্রেক্ষাপটে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর কড়া প্রতিবাদ জানিয়েছিলেন।

সম্প্রতি নিউইয়র্ক ইকোনমিক ক্লাবে দেওয়া এক বক্তব্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রি বলেন,“ভারত এখন অনেকটাই রাশিয়ার তেল থেকে সরে আসছে। তারা খুব বাস্তববাদী এবং সিদ্ধান্ত নেয় নিজেদের স্বার্থে।”

তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক সময় বাণিজ্য আলোচনা ভেস্তে যেতে বসেছিল, তবে এখন তা আবার শুরু হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন,“ভারত যদি আমাদের জ্বালানি প্রত্যাখ্যান করে, সেটি তাদের জন্য ক্ষতিকর হবে। ভারত কখনও মাথা নত করে না।”

ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে পুতিনকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে। তাই এই বাণিজ্য বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রধান তেল ক্রেতায় পরিণত হয় ভারত। বর্তমানে তাদের জ্বালানি চাহিদার প্রায় ৪০% পূরণ হচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল থেকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে