ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

২০২৫ অক্টোবর ০৪ ১৮:৩৩:৪৪
প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (৩ অক্টোবর) জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি নিজেই।

২৮ সেপ্টেম্বর, শেখ হাসিনার জন্মদিনে জাজিরা থানায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

অভিযানে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালীসহ অনেকে পালিয়ে যান।পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়, যার ২ নম্বর আসামি মিথুন ঢালী।

৩ অক্টোবর (শুক্রবার) মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে ওসিকে ফোন করে তাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন।

ওসি মাইনুল ইসলাম বলেন, “বিদেশি নম্বর থেকে পাওয়া হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শে জিডি করা হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে