ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কৈফিয়ত

২০২৫ অক্টোবর ০৪ ১৭:৫৬:২৯
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কৈফিয়ত

নিজস্ব প্রতিবেদক : শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় কেন যথাযথভাবে সম্মান জানানো হয় না—এই সমালোচনার জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।

ফারুকী লিখেছেন,“আমার এক বন্ধু প্রশ্ন তুলেছে—শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুর পর কেন উদযাপন হয়, আর জীবদ্দশায় তাদের জন্য কিছু করা হয় না কেন? আহমদ রফিকের মৃত্যু প্রসঙ্গে এই প্রশ্নটা সে তুলেছে। এই প্রশ্নটা আমরাও আগে করেছি। তাই কিছুটা কৈফিয়ত দেওয়া প্রয়োজন মনে করছি।”

আহমদ রফিক প্রসঙ্গে

ফারুকী বলেন, আহমদ রফিকের জীবিত অবস্থাতেই সরকার তার সঙ্গে যোগাযোগ রেখেছিল। পরিকল্পনা ছিল বাংলাদেশের কিংবদন্তি শিল্পী-সাহিত্যিকদের জীবন ও কাজকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন করা। এজন্য শিল্পকলা একাডেমি একটি ক্যালেন্ডার তৈরি করছে, যাতে এসব আয়োজন যেন বোরিং সরকারি অনুষ্ঠানে পরিণত না হয়, সেজন্য প্রোগ্রাম কিউরেশনে জোর দেওয়া হচ্ছে।

“আমরা চেয়েছিলাম আহমদ রফিক ভাই বেঁচে থাকতেই একটি আয়োজন করতে। ফেব্রুয়ারিতে যখন তাকে দেখতে যাই, বুঝেছিলাম দুর্ভাগ্যজনকভাবে তার শারীরিক অবস্থা আর উপযুক্ত নয়,” লিখেছেন তিনি।

চলমান উদ্যোগ

ফারুকী জানান, এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। যেমন, কয়েক দিন আগে সাবিনা ইয়াসমিনকে নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে, যেখানে খুরশিদ আলম বলেছেন—এমন আয়োজন তিনি আগে দেখেননি।৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সংগীতের একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করা হচ্ছে, যেখানে তরুণ শিল্পীরা পারফর্ম করবেন। সেই সঙ্গে আলী আকবর খাঁর নাতি সিরাজ খাঁও পারফর্ম করবেন।

ফারুকী বলেন,“যারা বেঁচে আছেন আর যারা চলে গেছেন—সবাইকে আমরা উদযাপন করব। বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, রক লেজেন্ড জেমস ভাই, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুন—সবাই থাকবেন এই তালিকায়।”

অভিযোগের জবাব

তিনি বলেন, “অনেকেই লিখেছেন কেন আমরা আর্থিক সহায়তা দিচ্ছি না। আমি শুধু বলতে চাই, সরকার তার দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করেছে। কিন্তু শিল্পী-সাহিত্যিকদের সাহায্য করে ফটো তুলে প্রচার করাটা আমাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে, তাই প্রচার করিনি। আজ বলতে হলো কারণ অনেকে অভিযোগ তুলছেন।”

সংস্কৃতি খাতে আসছে বড় পরিবর্তন

ফারুকী জানান,“আমরা অল্প দিনের সরকার। সব কিছু একসঙ্গে বদলানো সম্ভব নয়, তবে চেষ্টা করছি। কালচারাল ইনক্লুসিভনেস, নতুন ন্যারেটিভ—এসব নিয়ে কাজ করছি। শিল্পকলা একাডেমি শিগগির গান ও নাচের স্কুল চালু করবে। নতুন বিভাগ আসছে, আন্তর্জাতিক ফিল্ম, থিয়েটার, মিউজিক ফেস্টিভাল ও বিয়েনালকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। এটা সময়সাপেক্ষ।”

শেষে তিনি আক্ষেপ করে বলেন,“আমার নিজের ছবি না বানানোর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। তবে এই দায়িত্ব পালনের জন্য সবকিছুই করছি, যাতে পরবর্তী সরকার এসে এই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে