ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পূজা উদ্বোধনে টলিউড তারকাদের পারিশ্রমিক তালিকা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১১:২৮:৫৭
পূজা উদ্বোধনে টলিউড তারকাদের পারিশ্রমিক তালিকা

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এখন এটি রীতিমতো তারকাদের অংশগ্রহণে একটি জমকালো শো-বিজনেস ইভেন্টে পরিণত হয়েছে। কলকাতার বিভিন্ন ক্লাব ও পূজা কমিটি বছরের এই সময়টিতে নামী-দামী তারকাদের আমন্ত্রণ জানান পূজা উদ্বোধনের জন্য। আর এ নিয়ে চলে চূড়ান্ত প্রতিযোগিতা—কে কত বড় তারকা আনছে, কার মণ্ডপে ভিড় বেশি, কার খরচ কত!

এই তালিকায় দেখা যাচ্ছে, সিনেমা জগতের তারকারা তুলনামূলকভাবে অনেক বেশি পারিশ্রমিক পান, যেখানে ছোট পর্দার (টেলিভিশন) তারকাদের পারিশ্রমিক অনেকটাই কম। তবে ভক্তদের আগ্রহে তারাও বড় মণ্ডপে নিয়মিত হাজির হন।

তারকাদের এই অংশগ্রহণ কেবল রীতি-রেওয়াজ নয়, এটি এখন বিশাল বাজেটের ইভেন্ট মার্কেটিংয়ের অংশ। বড় ক্লাবগুলো জনপ্রিয় তারকা এনে স্পনসরদের কাছে নিজেদের পূজাকে আকর্ষণীয় করে তোলে, এবং মিডিয়া কাভারেজেও শীর্ষে থাকে।

তারকা নামআনুমানিক পারিশ্রমিক (BDT)
কোয়েল মল্লিক ৳৬,৭৫,০০০ (পৌনে ৭ লাখ)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৳৪,২৫,০০০ (সোয়া ৪ লাখ)
দেব ৳৪,২৫,০০০
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৳৪,২৫,০০০
মিমি চক্রবর্তী ৳৩,৫০,০০০ (সাড়ে ৩ লাখ)
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৳২,৭৫,০০০ (পৌনে ৩ লাখ)
অঙ্কুশ হাজরা ৳২,৭৫,০০০
যশ দাশগুপ্ত ৳২,০০,০০০
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৳২,০০,০০০
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে