ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ০৯:০৬:৩৪
যে কারণে ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা

নিজস্ব প্রতিবেদক : তারকাদের ধর্মান্তরের ঘটনা নতুন নয়। তবে এবার আলোচনায় এসেছেন জাপানের প্রাক্তন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা রে লিল ব্ল্যাক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন নূরে ইস্তেকবাল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রে লিল ব্ল্যাক জানান, খ্যাতি, যশ বা অর্থের অভাব না থাকা সত্ত্বেও ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করতেন তিনি। সেই শূন্যতা পূরণ করতেই ২০২৪ সালে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি তিনি ঘোষণা দেন যে ভবিষ্যতে আর কখনো প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রে দেখা যাবে না তাকে।

লিলের ইসলাম গ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মালয়েশিয়া ভ্রমণ। কুয়ালালামপুরে অবস্থানকালে তার পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়, যিনি আগে থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। বিশ্বাস, ধৈর্য, জীবনের উদ্দেশ্য এবং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ নিয়ে দীর্ঘ আলোচনায় গভীরভাবে প্রভাবিত হন তিনি।

এরপর বন্ধু তাকে পুত্রাজায়ার একটি মসজিদে আমন্ত্রণ জানান। মসজিদের ভেতরে প্রার্থনাকারীদের শান্তি ও আধ্যাত্মিক পরিবেশ লিলকে মুগ্ধ করে। তিনি সেই অভিজ্ঞতাকে বর্ণনা করেন —“এটি ছিল অপ্রতিরোধ্য কিন্তু একই সঙ্গে শান্তিপূর্ণ। এরকম কিছু আগে কখনো অনুভব করিনি।”

একটি সিঙ্গাপুরভিত্তিক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রে লিল ব্ল্যাক বলেন,“কুয়ালালামপুর ভ্রমণে গিয়ে প্রথমবার হিজাব পরেছিলাম। সারা দিন হিজাব পরে থাকি, কারণ আমি চেয়েছিলাম মসজিদ পরিদর্শন করতে এবং মুসলমানদের সঙ্গে দেখা করতে।”

এই অভিজ্ঞতাকেই জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন তিনি।

ইসলাম গ্রহণের পর রে লিল ব্ল্যাক ঘোষণা দেন, তিনি এখন থেকে নূরে ইস্তেকবাল নামে পরিচিত হবেন। জীবনের বাকি সময়টা ইসলামের আলোকে অতিবাহিত করার সংকল্প প্রকাশ করেন এই প্রাক্তন তারকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে