ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জেন-জি বিক্ষোভে উত্তাল পূর্ব-আফ্রিকার আরেক দেশ 

২০২৫ সেপ্টেম্বর ৩০ ০৮:৫৬:২৪
জেন-জি বিক্ষোভে উত্তাল পূর্ব-আফ্রিকার আরেক দেশ 

নিজস্ব প্রতিবেদক : নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পর এবার ‘জেন-জি’ তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার। পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী আন্তানানারিভো-সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সরকারের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। আন্দোলনকারীরা তখন রাস্তা অবরোধ ও ব্যারিকেড গড়ে তোলেন। ইট-পাথর ও টেলিফোন খুঁটি দিয়ে তৈরি এসব ব্যারিকেড পরে পুলিশ সরিয়ে ফেলে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে ও রাষ্ট্রপতি আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীরা জাতীয় সংগীত গেয়ে এবং প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে শুরু করেন আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। পরে তা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার নেপালে অনুষ্ঠিত জেন-জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা এই সরকারবিরোধী আন্দোলন শুরু করেছে। গত কয়েক বছরের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতা হিসেবে দেখা দিচ্ছে।

সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন।

এদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা নিজের শাসন ব্যবস্থায় কিছু ভুল ছিল বলে স্বীকার করেছেন। তিনি বলেন,"যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি। এখন আমরা সবকিছু সংস্কারের উপায় খুঁজছি।"

বিক্ষোভকারীদের অনেকে নেপালের জেন-জি আন্দোলনের প্রতীকী পতাকা বহন করেন। উল্লেখ্য, নেপালে এই তরুণ প্রজন্মের আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে