ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের সাকিব আল হাসানকে নিয়ে ক্ষোভের ঝড়

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:৪৭:১৪
আসিফ মাহমুদের সাকিব আল হাসানকে নিয়ে ক্ষোভের ঝড়

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ফেসবুকে আসিফ মাহমুদ একটি পোস্ট করেছেন, যা সরাসরি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে লেখা বলে ধরা হচ্ছে। এই পোস্টটি করা হয়েছে মাত্র ৪২ মিনিট আগে এবং এতে এখন পর্যন্ত ৬৬ হাজার লাইক, ৯.৫ হাজার মন্তব্য ও ১.৮ হাজার শেয়ার পাওয়া গেছে।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচন করেছি, কিন্তু আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who.” এখানে “You know who” দিয়ে সাকিব আল হাসানকেই ইঙ্গিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করার অধিকার নেই। বোর্ড কর্তারা বহুবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা করেননি। খুনিদের সমর্থন করার পাশাপাশি শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগ থাকায় একজন ভালো ক্রিকেটার হওয়া মানেই তাকে পুনর্বাসন করা যায় না। আইন সবার জন্য সমান, Face it।”

আসিফ মাহমুদের এই পোস্টে সাকিব আল হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তে হাত রঞ্জিত হওয়া, খুনিদের সমর্থন, আর্থিক অনিয়মসহ গুরুতর অভিযোগ উঠে এসেছে। এছাড়া আইনের সাম্য এবং রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে