ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আড়ংয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালেন আইনজীবী

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৮:১৪:৪০
আড়ংয়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর বিরুদ্ধে শপিং ব্যাগের মূল্য নেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর), সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এই নোটিশ পাঠান আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

নোটিশে উল্লেখ করা হয়, আড়ং-এর একজন নিয়মিত গ্রাহক হিসেবে তিনি সবসময় ফ্রিতে কাগজের ব্যাগ পেয়ে এসেছেন। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেট থেকে কেনাকাটার সময় জানানো হয়, এখন থেকে ব্যাগ কিনতে হবে। এ সময় বিলের সঙ্গে একটি লিফলেট দিয়ে বলা হয়, “আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ”—যার অর্থ ব্যাগ বিক্রির টাকা গাছ লাগানোর প্রকল্পে ব্যয় হবে।

অ্যাডভোকেট নিশাত ফারজানা দাবি করেন, ব্যাগের মূল্য নির্ধারণ করে তা গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া একধরনের জবরদস্তি ও অসাধু ব্যবসায়িক আচরণ। তিনি বলেন, “এই উদ্যোগ যদি আড়ংয়ের পণ্য বিক্রির লাভ থেকে করা হতো, তাহলে প্রশংসনীয় হতো। কিন্তু সাধারণ গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করে পরিবেশ রক্ষার কথা বলা একধরনের চাঁদাবাজির মতো আচরণ।”

নোটিশে আরও বলা হয়, বর্তমানে আড়ং যে কাগজের ব্যাগ দিচ্ছে, তা রিসাইকেলড কাগজ দিয়ে তৈরি এবং খুবই নিম্নমানের—ব্যবহারের পরপরই ছিঁড়ে যায়। এত নিম্নমানের পণ্যের জন্য মূল্য রাখা গ্রাহক ঠকানো ও অযৌক্তিক।

এছাড়া, আড়ং সম্প্রতি Reusable Fabric Bags নামে নতুন ব্যাগ বাজারে এনেছে যার মূল্য বেশি, কিন্তু সাইজ এত ছোট যে একাধিক পণ্য নিতেই আরও ব্যাগ কিনতে হয়। সাধারণ আয়ের মানুষের জন্য এটি বাড়তি চাপ তৈরি করছে বলেও অভিযোগ করা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আড়ংয়ের ব্যাগে কেবল তাদের লোগো রয়েছে, কোনো সৃজনশীলতা নেই। ফলে গ্রাহকরা টাকা দিয়ে এমন ব্যাগ কিনতে বাধ্য হচ্ছেন, যা প্রতিষ্ঠানটির এক ধরনের স্বেচ্ছাচারিতা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের উদাহরণ।

সবশেষে, ১০ দিনের মধ্যে ব্যাগের মূল্য নেয়া বন্ধ না করলে, এই কার্যক্রমকে বেআইনি হিসেবে বিবেচনা করে উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে