ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কপি পেস্ট করে ক্রিকেটারদের ফেসবুক স্ট্যাটাস

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১০:২১:৪৫
কপি পেস্ট করে ক্রিকেটারদের ফেসবুক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ও ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে সম্প্রতি এক আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনায় উঠে এসেছে যে, বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিভঙ্গ ও আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি।

একজন আলোচক প্রশ্ন তোলেন, ক্রিকেটারদের এই পোস্টগুলোর পেছনে কারো নির্দেশনা ছিল কিনা বা এটি কোথা থেকে শুরু হয়েছে—এ বিষয়ে তিনি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, তিনি এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, একজন ভক্ত হিসেবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার কথিত দ্বন্দ্ব তিনি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছেন। এটি ভক্তদের মাঝে বিভ্রান্তি ও হতাশা তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, যখন জাতীয় দলের খেলোয়াড়রা একে অপরের পক্ষে বা বিপক্ষে প্রকাশ্যে মন্তব্য করেন এবং তা গণমাধ্যমে আলোচিত হয়, তখন সেটি কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না।

তিনি আরও বলেন, জাতীয় দল বা বোর্ডের মতো উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অনৈতিক ও অপেশাদার আচরণ অত্যন্ত দুঃখজনক। যেসব ব্যক্তি ক্রিকেটারদের এসব কার্যকলাপে উৎসাহ দিচ্ছেন বা তাদের দিয়ে এসব করাচ্ছেন, তাদের নিজের আচরণ নিয়ে লজ্জিত হওয়া উচিত এবং ভবিষ্যতের পরিণতি বিবেচনা করা উচিত।

ক্রীড়া উপদেষ্টা জোর দিয়ে বলেন, বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বোর্ডসংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কথা বলার অধিকার নেই। তিনি মনে করেন, ভবিষ্যতে যারা বোর্ডের নেতৃত্বে আসবেন, তাদের এই বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।

সবশেষে তিনি সতর্ক করেন, যদি ক্রিকেটারদের মনোযোগ মাঠের খেলা থেকে সরে গিয়ে বিসিবি নির্বাচন বা পরিচালকদের দিকেই কেন্দ্রীভূত হয়, তাহলে তা তাদের পারফরম্যান্স এবং দেশের ক্রিকেট উভয়েরই ক্ষতি ডেকে আনবে। তিনি বলেন, ভক্তরাও এই ধরনের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে