ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির প্রার্থী তালিকা শেষ, জামায়াতকে নিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৩:৫৩:৫৫
বিএনপির প্রার্থী তালিকা শেষ, জামায়াতকে নিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই পূর্ণ তালিকা প্রকাশ করে মাঠে নামবে দলটি। তবে এ নির্বাচনে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে জোট করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন,"ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা বিএনপি মেনে নেবে না।"

তিনি জানান, বিএনপি ৭০% আসনে একক প্রার্থী দিতে চায়। ইতোমধ্যে প্রায় অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নে অগ্রাধিকার পাচ্ছে ত্যাগী, সৎ, জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থীরা। মিত্রদের জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত দলটি।

হাফিজ উদ্দিন বলেন,"জামায়াতকে এখনও শত্রু ভাবি না, তবে তাদের কিছু নেতার বক্তব্য বিব্রতকর। কেউ কেউ বলছেন, জামায়াত সরকার গঠন করবে, বিএনপি থাকবে বিরোধী দলে! ভালো স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু বাস্তবতা ভুলে গেলে চলে না।"

তিনি আরও বলেন,"পিআর (Proportional Representation)-এর দাবি আসলে বিএনপিকে ঠেকানোর কৌশল। ইতিহাসের কাছাকাছি পৌঁছেছে ভাবা, কিংবা হঠাৎ সরকার গঠনের ঘোষণা—এসব জনবিচ্ছিন্নতা থেকে আসা আত্মতুষ্টি।"

বিএনপির এ নেতা এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন,"নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। তবে যদি কোনোভাবে সংসদে প্রবেশাধিকার পায়, তাহলে সেটাও গণতন্ত্রের জন্য ভালো। সবাইকে শুভ কামনা।"

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এখন মাঠে নামার প্রস্তুতিতে। নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি মিত্রদের জন্য আসন ছাড়লেও জামায়াতকে জোটে না নেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করেছে দলটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে