ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পতনের অন্ধকার কাটিয়ে সূচকে সবুজ আলো

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:১০:৩৭
পতনের অন্ধকার কাটিয়ে সূচকে সবুজ আলো

নিজস্ব প্রতিবেদক: আগেরদিন রোবারের বড় পতনের পর শেয়ারবাজারে নতুন আশার সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের আতঙ্ক কাটিয়ে আজ উভয় বাজারেই প্রধান সূচক উত্থানমুখী ছিল। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে সাড়ে ১১ পয়েন্ট।

লেনদেনের দিক থেকেও বাজার ইতিবাচক প্রবণতা দেখিয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকা, যা আগের দিনের ৫৬৪ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীরা আবার ধীরে ধীরে আস্থার জায়গায় ফিরছেন।

দাম বাড়া-কমার তালিকায়ও বাজারের ইতিবাচক দিক ফুটে উঠেছে। আজ ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়েছে, যা কমার সংখ্যার দ্বিগুণের বেশি। অর্থাৎ, বাজারের সামগ্রিক চিত্রে উর্ধ্বমুখী প্রবণতাই ছিল প্রধান।

যদিও বড় পতনের ধাক্কা পুরোপুরি কেটে যায়নি, তবে বিশ্লেষকদের মতে বাজারে এই ইতিবাচকতা আস্থা ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে। বিশেষ করে যারা আতঙ্কে লেনদেন থেকে দূরে সরে গিয়েছিলেন, তারা ধীরে ধীরে নতুন করে সক্রিয় হচ্ছেন।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুটি সূচক— ডিএসইএস ০.৯৬ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কর্মদিবসের ৭০৮ কোটি ৯৪ লাখ টাকা লেনদেনের তুলনায় কম। লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৪২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৭.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর কমার বিপরীতে ৭৮টির দর বেড়েছে এবং ৩২টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে আজ মোট ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় কম।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে