ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

টিউলিপ সিদ্দিককে নিয়ে বেরিয়ে এলো ১৮ বছরের হিসাব

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১১:১২:০২
টিউলিপ সিদ্দিককে নিয়ে বেরিয়ে এলো ১৮ বছরের হিসাব

নিজস্ব প্রতিবেদক: টিউলিপ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে, বাংলাদেশেরও নাগরিক। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই বিষয়ে তদন্ত শুরু করেছে। নাগরিকত্বের প্রমাণস্বরূপ তাঁর ট্যাক্স ফাইল এবং ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে।

যদিও টিউলিপ সিদ্দিক ও তাঁর আইনজীবী এর আগে দাবি করেছিলেন যে তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশী নন। সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক কর ফাঁকি দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এই বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকীর ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছরের রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তাঁর ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয়-ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত করছে।

ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক ট্যাক্স ফাইল খোলার সময় 'নিবাসী' কলাম পূরণ করেননি। নিবাসী হতে হলে তাঁকে বছরে কমপক্ষে ১৮২ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। কিন্তু বাস্তবে, তিনি মাঝেমধ্যে কয়েক দিনের জন্য ঢাকায় তাঁর খালা শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে আসতেন মাত্র। সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক ২০০৬-০৭ অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত রিটার্ন দেওয়ার প্রমাণ মিলেছে।

ট্যাক্স ফাইল খোলার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে ধানমণ্ডির ঠিকানা ব্যবহার করেন। সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, সেখানেও এই ঠিকানা ব্যবহার করা হয়। ব্যাংক হিসাবটি ২০০৭ সালের ১ জুলাই খোলা হয়। এরপর ওই সময় ব্যাংকে টাকার স্থিতি ছিল ৬,৫৭,৫৭৪ টাকা। সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসেবে ব্যালেন্স বা স্থিতি হিসেবে রয়েছে ৯০,৩৩,০৭৪ টাকা।

এর আগে ১৩ আগস্ট, ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বক্তব্যে দুদুকের আইনজীবী বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশী নাগরিকত্ব আছে। যদিও টিউলিপ বলে আসছেন, তাঁর বাংলাদেশী নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে