ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারতের থারুরের মন্তব্যে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ডাকসু নেতা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১১:০০:৫২
ভারতের থারুরের মন্তব্যে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ডাকসু নেতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ভারতের কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুরের মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন খান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগের কথা জানান।

জসীম, যিনি ২০২৩ সালের ‘জুলাই আন্দোলনে’ চোখ হারিয়ে আলোচনায় আসেন, তার স্ট্যাটাসে বলেন—“ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে সাম্প্রতিক মন্তব্য শুধু অযৌক্তিকই নয়, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন ইচ্ছার প্রতি অসম্মান। ডাকসু নির্বাচন ছিল ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ নজির।”

তিনি আরও লেখেন—“গণতন্ত্র ভিন্নমত ও দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েই বিকশিত হয়। তাই আমরা সম্মানের সঙ্গেই মি. থারুরকে স্মরণ করিয়ে দিতে চাই— ভারতের নিজস্ব গণতান্ত্রিক কাঠামোতেও নানা অসঙ্গতি রয়েছে। মুসলিম, খ্রিস্টান, দলিত ও আদিবাসীদের প্রতি বৈষম্য ও সহিংসতা এখনও ভারতের বাস্তবতা। ভারতের নেতাদের উচিত, আগে নিজেদের দেশে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনোযোগী হওয়া।”

ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে জসীম তার অবস্থান পরিষ্কার করে বলেন—“নবনির্বাচিত ডাকসু নেতৃত্ব বিশ্ব ছাত্রসমাজের সঙ্গে সংলাপ, বন্ধুত্ব ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং যুব নেতৃত্বাধীন উদ্যোগ—এই উপাদানগুলোই আন্তঃদেশীয় সম্পর্ক উন্নয়নের ভিত্তি হওয়া উচিত।”

তিনি আরও বলেন—“কিন্তু শশী থারুরের মতো মন্তব্য, যা ভুল ধারণা তৈরি করে কিংবা শত্রুতার বাতাবরণ সৃষ্টি করে, তা গঠনমূলক সংলাপকে বাধাগ্রস্ত করে এবং পারস্পরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

স্ট্যাটাসের শেষভাগে জসীম জোর দিয়ে বলেন—“ডাকসু সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে