ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আঁতাতের অভিযোগ তুললেন মির্জা আব্বাস!

২০২৫ সেপ্টেম্বর ১১ ০৯:০৩:২৭
আঁতাতের অভিযোগ তুললেন মির্জা আব্বাস!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ের ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন আঁতাতের’ অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামে এক সভায় তিনি বলেন,“শিবির তলেতলে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে। জামায়াতের এত ভোট কোথা থেকে এল, তা বোঝা যাচ্ছে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।”

তিনি আরও বলেন,“ডাকসু নির্বাচন যেভাবেই হোক, আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাই। তারা যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে। তাদের জ্যেষ্ঠ নেতারা যেন সঠিক পথে ফেরে।”

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে মির্জা আব্বাস বলেন, বিএনপি নিরাপদ রাজনৈতিক শক্তি, কিন্তু দলের কিছু ব্যক্তি লোভ সামলাতে পারেনি। তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি জানান, বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা নেই; এখনই সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, আবুল হাশেম, মাহবুবের রহমান, আবু সুফিয়ান, গোলাম আকবর খন্দকার এবং সাঈদ আল নোমান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে