ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সারজিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন 

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১১:০৯:২৬
সারজিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি। একটি শ্রমিক সংগঠনের মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় সারজিস আলম তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীকে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। সারজিস দাবি করেন, ভজনপুর এলাকায় প্রতিদিন পাথরবাহী প্রতিটি ট্রাক থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হয় এবং এটি বিএনপি নেতাদের নেতৃত্বে হয়। এছাড়া তিনি আরও বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের শ্রমিকদের পাওনা টাকা থেকেও একটি অংশ কেটে নেয়া হয় বলে অভিযোগ ওঠে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান।

সোমবার রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এই বক্তব্যকে "সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যা দেন। তারা বলেন, পাথর ও বালুমহাল সরকারি ইজারায় পরিচালিত হয় এবং মাশুল উত্তোলন করেন ইজারাদাররা। এখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা নেই। বক্তারা অভিযোগ করেন, সারজিসের উদ্দেশ্য রাজনৈতিকভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাঁরা আরও বলেন, এমন মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে ব্যক্তি ও দলের সম্মানহানি ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা, যুবদল, ব্যবসায়ী ফেডারেশন ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। সবার অভিন্ন বক্তব্য ছিল— বিএনপির কোনও নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন বক্তব্য আর বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকতে সারজিস আলমের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা এই ঘটনার জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়ারও দাবি জানান।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে