ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভোট দিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১০:৩৩:২৮
ভোট দিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের ভিপি (সভাপতি) প্রার্থী সাদিক কায়েম।

সকাল সাড়ে ৮টায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর তিনি বলেন:“ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।”

তিনি আরও বলেন, সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা যেন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

“আমরা চাই গণতন্ত্রের একটি পরিণত রূপ গড়ে উঠুক। গত ১৬ বছরে যে ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, এবার সেই ঘাটতি পূরণ হোক।”

ডাকসু নির্বাচনের হালচিত্র

মোট পদ: ২৮

প্রার্থী: ৪৭১ জন

ভিপি পদে প্রতিদ্বন্দ্বী: ৪৫ জন

মোট ভোটার: ৩৯,৮৭৪ জন

ছাত্র হলে: ২০,৯১৫

ছাত্রী হলে: ১৮,৯৫৯

মূল প্রতিদ্বন্দ্বীরা:

✅ ঐক্যবদ্ধ শিক্ষার্থী (শিবির সমর্থিত):

ভিপি: সাদিক কায়েম

জিএস: এসএম ফরহাদ

এজিএস: মহিউদ্দিন খান

✅ আবিদ-হামীম-মায়েদ পরিষদ (ছাত্রদল সমর্থিত):

ভিপি: আবিদুল ইসলাম খান

জিএস: শেখ তানভীর বারী হামিম

এজিএস: তানভীর আল হাদী মায়েদ

✅ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ):

ভিপি: আবদুল কাদের

জিএস: আবু বাকের মজুমদার

(জিএস পদে মাহিন সরকার প্রার্থীতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছেন)

✅ অন্যান্য প্যানেল:

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য: ভিপি উমামা ফাতেমা

ছাত্র অধিকার পরিষদ: ভিপি বিন ইয়ামিন মোল্লা

প্রতিরোধ পর্ষদ (বামপন্থী):

ভিপি: শেখ তাসনিম আফরোজ ইমি

জিএস: মেঘমল্লার বসু

এবারের নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত জোটগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সব প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করছে সাধারণ শিক্ষার্থীরা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে