ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রোপাগান্ডা ঘিরে শামীমের বক্তব্যে চাঞ্চল্য

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১১:০৪:১৪
প্রোপাগান্ডা ঘিরে শামীমের বক্তব্যে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল বেলায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাইবার অ্যাটাক ও প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচার চালানো হয়েছে এবং প্রযুক্তিগতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তবে আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন এবং তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।”

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামীম হোসেন বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ। তিনি আশা করেন, দিনশেষেও এমন সুশৃঙ্খলতা বজায় থাকবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন, তারা সবাই ভোট দিতে পারবেন। নির্বাচনকে ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। ভিপি পদে লড়ছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এত বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে