ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

সোনালী আঁশের আর্থিক হিসাবে নানা অসঙ্গতি

২০২৫ আগস্ট ২৫ ১২:৫৩:১৯
সোনালী আঁশের আর্থিক হিসাবে নানা অসঙ্গতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ পিএলসির আর্থিক হিসাবে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে। কোম্পানির হিসাবে কাঁচামাল বিক্রেতা ও অন্যান্য পাওনাদারের জন্য ৭ কোটি ৪৬ লাখ টাকা প্রদেয় হিসেবে দেখানো হলেও নিরীক্ষকরা যথাযথ প্রমাণাদির অভাবে এর সত্যতা যাচাই করতে ব্যর্থ হয়েছেন।

এলসি মার্জিনের অস্বচ্ছ হিসাব

২০২৪ সালের ৩০ জুন অর্থবছরে কোম্পানির এলসি মার্জিনের পরিমাণ শূন্য দেখানো হয়েছে। অথচ আগের বছর একই সময়ে তা ছিল ৭৬ লাখ টাকা। নিরীক্ষকদের মতে, প্রয়োজনীয় নথি না থাকায় এই সমন্বয় টাকার বৈধতা যাচাই করা সম্ভব হয়নি।

আইএফআরএস-১৬ লংঘন

কোম্পানিটি লীজ হিসাবের ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-১৬) অনুসরণ করেনি বলেও উল্লেখ করেছেন নিরীক্ষক।

কর ও সঞ্চিতির জটিলতা

১৯৯৫-৯৬ অর্থবছরের কর অ্যাসেসমেন্ট ইতোমধ্যে চূড়ান্ত হলেও অতিরিক্ত ৯ লাখ টাকার জন্য কোনোরূপ সঞ্চিতি বা অগ্রিম আয়করের সমন্বয় আর্থিক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

ডিভিডেন্ড বণ্টনে অস্পষ্টতা

২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির অবণ্টিত ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরের ডিভিডেন্ড হিসেবে ৫৪ লাখ টাকা দেখানো হলেও মাত্র ১ টাকা বিতরণ করা হয়েছে। বাকি ৫৩ লাখ টাকা কোন বছরের এবং কাদের প্রাপ্য—সে বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করেনি কর্তৃপক্ষ।

গ্রাচ্যুইটি ফান্ডে অনিয়ম

আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর চাকরির মেয়াদ পূর্ণ করা কর্মীদের জন্য প্রতিবছর এক মাসের সমপরিমাণ অর্থে গ্রাচ্যুইটি ফান্ড গঠন করা হয়। কিন্তু নিরীক্ষকরা ট্রাস্টি বোর্ড, দলিল বা নিয়মনীতি খুঁজে পাননি। একই সঙ্গে সকল যোগ্য কর্মীর জন্যও এ ফান্ড তৈরি করা হয়নি।

১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশের পরিশোধিত মূলধন বর্তমানে ১০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩১.০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৮.৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে