ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত

২০২৫ আগস্ট ২৫ ১২:৪৩:১৮
দুই কোম্পানির বোর্ড সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবিএল)-এর পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূত্রে এ তথ্য জানা গেছে।

লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। সেখানে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল। কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

একইভাবে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গত ১ জুন ঘোষণা দিয়েছিল যে তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে সেই সভাও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলে ব্যাংকটি জানিয়েছে। আলোচ্য সভায় ২০২৫ সালের মার্চ ও জুন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে