ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

২০২৫ আগস্ট ২৫ ১২:৫০:০৬
প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এবং রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের ওপর চলমান জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০১৭ সালের আগে এবং পরে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল রোহিঙ্গাদের জীবন বাঁচাতে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে।

তিনি আরও জানান, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে অংশীজন সংলাপে অংশ নিয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছে। রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার জন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, প্রথম সম্মেলন ২৪ আগস্ট শুরু হয়, এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ১৭০টি দেশের অংশগ্রহণ আশা করা হচ্ছে। পরবর্তীতে কাতারের দোহায় আরেকটি বড় সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গারা যে মানবিক সংকটের মুখোমুখি, তা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ কাজ নয়। তাই কক্সবাজারে আয়োজিত সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন অংশগ্রহণ করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীও সরাসরি অংশ নিয়ে নিজেদের কথা বলার সুযোগ পাবেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে