ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

বিয়ে করতে গিয়ে বিপাকে রাসেল, এরপর যা ঘটল

২০২৫ আগস্ট ২৫ ১২:৩০:১৭
বিয়ে করতে গিয়ে বিপাকে রাসেল, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার ছোট বিজরা গ্রামে বিয়েবাড়িতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফুল-মিষ্টি দিয়ে বরকে বরণ করে নেওয়ার পরই অভিযোগ ওঠে, বর আগে থেকেই বিবাহিত। এর ফলে কনের পরিবার বর ও তার স্বজনদের পাশের একটি ঘরে আটকে শারীরিক নির্যাতন করে এবং পরে স্থানীয় নেতাদের উপস্থিতিতে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে। কনের দাদা আলী আক্কাস জানান, তার নাতনি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। বিয়েতে সচ্ছল ও প্রবাসী ছেলেকে দেখে রাজি হয়েছিল পরিবার। কিন্তু বর বাড়িতে আসার পর জানা যায় যে, সে আগে থেকেই বিবাহিত। এরপর স্থানীয় নেতাদের উপস্থিতিতে বরকে আটকে জরিমানা আদায় করা হয়। এই জরিমানা নগদ টাকা, চেক, সোনা ও মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে এবং এগুলো ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে রাখা হয়েছে।

বর শেখ রাসেল দাবি করেন, তিনি দীর্ঘ ৮ বছর ধরে কাতারে ব্যবসা করছেন। আগেও একবার প্রতারণার শিকার হয়েছেন, যার সমাধান আইনজীবীর মাধ্যমে হয়েছে। এবারও পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং টাকা আদায় করা হয়েছে। তার ভাই মাহদী হাসান হৃদয় জানান, নগদ দুই লাখ টাকা পরবর্তী সময়ে আট লাখ ও পাঁচ লাখ টাকার দুটি চেক নেওয়া হয়। এছাড়া কনের জন্য কেনা প্রায় চার ভরি সোনা, ট্রলি ভর্তি সাজসজ্জা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোনও রেখে দেওয়া হয়েছে। খালি পাঁচটি স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা হয়েছে। পরে বর ও তার স্বজনদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে