ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ফার্মেসির ভুল চিকিৎসায় চার হাত-পা হারানো সেই শিশুটি আর নেই

২০২৫ আগস্ট ২৫ ১১:১১:১১
ফার্মেসির ভুল চিকিৎসায় চার হাত-পা হারানো সেই শিশুটি আর নেই

নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিনে এক চিকিৎসকের ভুল ইনজেকশনের কারণে চার মাস মৃত্যুর সঙ্গে সংগ্রামের পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আট বছর বয়সী শিশু তানভীর। এই করুণ ঘটনায় পরিবার ও এলাকাবাসী শোকস্তব্ধ। সন্তানহারা বাবা মোসলেম মিয়ার আর্তনাদে ভারি হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

ঘটনার সূত্রপাত প্রায় চার মাস আগে, যখন তানভীর জ্বরে আক্রান্ত হন। তার বাবা তাকে চরফ্যাশনের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে এবং চিকিৎসকের দেয়া কয়েকটি ইনজেকশন দেয়।

তানভীরের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, "এই বাচ্চাটাকে ইনজেকশন দিয়েছিল ডাক্তার, ইনজেকশন দেওয়ার পরই তার শরীর জ্বালাপোড়া করতে শুরু করে।" এরপর অবস্থা খারাপ দেখে সেই চিকিৎসক দ্রুত বরিশালে নেওয়ার পরামর্শ দেন।

বরিশালে চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউ সাপোর্ট দেওয়া প্রয়োজন। এরপর তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকার শিশু হাসপাতালে আইসিইউ বেড না থাকার কারণে অনেক কষ্টে বিজয় সরণির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চার মাস চিকিৎসার পরও, ভুল ইনজেকশনের কারণে তানভীরের হাত-পায়ে পচন ধরেছিল। চিকিৎসকরা জীবন রক্ষার জন্য তার দুটি হাত ও একটি পা কেটে ফেলেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয় এবং অবশেষে শিশু তানভীর মৃত্যুবরণ করেন। বাবা কাঁদতে কাঁদতে বললেন, "আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না।"

এই ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) শফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। তানভীরের পরিবার তাদের সর্বস্ব বিক্রি করে প্রায় ১৭ লাখ টাকা খরচ করেও সন্তানকে বাঁচাতে পারেনি। তারা অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন শোক সামলাতে না হয়।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এই মৃত্যুর সুষ্ঠু বিচারের জন্য দাবিদাওয়াই করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে