ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাহার পরিবারের গ্রেপ্তার ও মুক্তির পেছনে কলকাতা পুলিশের ব্যাখ্যা

২০২৫ আগস্ট ২৫ ১০:৫৫:৫৪
বাহার পরিবারের গ্রেপ্তার ও মুক্তির পেছনে কলকাতা পুলিশের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটক করেছিল কলকাতার রাজারহাট থানা পুলিশ। কিন্তু আটকের এক রাত পর বিশেষ করে রাজনৈতিক মহলের এবং শেখ হাসিনার সহযোগিতায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশের বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সমালোচিত। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি এবং সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছে। কিছু সূত্র বলছে, কলকাতায় ক্ষুব্ধ লোকজনের মব হামলার আশঙ্কায় পুলিশ তাদের মুক্তি দিয়েছে।

এর আগে, পূর্ণিমা রানী শীল নামের এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, ‘বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। আর বাহার উদ্দিন বাহার দুর্গাপূজায় পূজা মণ্ডপে কুরআন রেখে সেই হামলার সূত্রপাত ঘটিয়েছিলেন। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাটে লুকিয়ে আছেন।’

এই অভিযোগ ও উত্তেজনার মাঝে মেয়েসহ বাহারকে আটক করার ঘটনা ঘটেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে