ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দুলামিয়া কটনের

২০২৫ আগস্ট ২৫ ১০:২৯:২৮
বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দুলামিয়া কটনের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দুলামিয়া কটনের শেয়ার মূল্যে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা গেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তদন্তে উঠে এসেছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্তৃপক্ষও উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে।

ডিএসই কর্তৃপক্ষ সম্প্রতি দুলামিয়া কটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চায়। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শেয়ার দরের এমন ঊর্ধ্বগতি দেখে অবাক ও উদ্বিগ্ন। তাদের মতে, কোম্পানির অপারেশনাল বা কাঠামোগত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, যা এমন দামের বৃদ্ধি ন্যায়সঙ্গতভাবে ব্যাখ্যা করতে পারে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই দুলামিয়া কটনের প্রতি শেয়ার দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সা। এক মাসের ব্যবধানে, ২৪ আগস্ট লেনদেন শেষে শেয়ারটির দাম বেড়ে দাঁড়ায় ১১৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ, মাত্র এক মাসে শেয়ারের মূল্য বেড়েছে ২৯ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৬ শতাংশ।

এই প্রেক্ষাপটে, কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে