ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

উদ্বোধনের দিনেই ক্ষোভে ফেটে পড়লেন উপদেষ্টা

২০২৫ আগস্ট ২৪ ২০:১৪:২৩
উদ্বোধনের দিনেই ক্ষোভে ফেটে পড়লেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে নিজের নাম দেখে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় টোল প্লাজার পাশে ১৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের সময় তিনি নামফলকের দিকে ইঙ্গিত করে বলেন,"এটা কি আমার বাপের টাকায় করেছে? তাহলে আমার নাম ফলকে থাকবে কেন? এটা ইমিডিয়েটলি বদলাও। এখানে যারা প্রকল্প বাস্তবায়ন করেছেন—মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, আমার না।"

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ এদিন আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এটি ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত মোট ৪৮ কিলোমিটার দীর্ঘ একটি প্রকল্পের অংশ, যার কাজ শুরু হয়েছিল ২০২২ সালের মে মাসে। এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

উদ্বোধনের আগে বক্তব্যে ফাওজুল কবির খান বলেন,"আশপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বেশি। দুর্নীতি একটি বড় কারণ। প্রকৌশলীদের তদারকিতে এই খরচ ২০-৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।"তিনি আরও বলেন, "শুধু সড়কের ওপর নির্ভর না করে রেলপথ, নদীপথ ও আকাশপথ ব্যবহার বাড়াতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক

ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান

জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা।

যেসব যানবাহন নিষিদ্ধ

নিরাপত্তা ও গতির মান নিশ্চিত করতে এই এক্সপ্রেসওয়েতে

সিএনজিচালিত অটোরিকশা

ব্যাটারিচালিত অটোরিকশা

মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, আংশিকভাবে টোল আদায় কার্যক্রমও শুরু হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে