ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

একাত্তরের প্রশ্নে এনসিপি বৈঠকে যা বললো পাকিস্তান

২০২৫ আগস্ট ২৩ ১৯:৫১:০৬
একাত্তরের প্রশ্নে এনসিপি বৈঠকে যা বললো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয় এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রণে এনসিপি থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

“আমরা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক অনুভূতি এবং বর্তমান বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। অতীতের শত্রুভাবাপন্ন সম্পর্ক ভুলে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে,”— বলেন আখতার হোসেন।একাত্তরের অমীমাংসিত বিষয় নিরসনের দাবি

আখতার হোসেন বলেন,“দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা ও নিষ্পত্তি অপরিহার্য। ইতিহাসকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

এনসিপি জানায়, দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য এবং অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও তারা বৈঠকে তুলে ধরেছেন। এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন তারা।

“আমরা কোনো ধরনের আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং স্বত্বাধিকারকে শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই অঞ্চলের উন্নয়ন সম্ভব,”— বলেন এনসিপি প্রতিনিধি দলের এক সদস্য।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার তিন দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্লেষকদের মতে, এই সফর দীর্ঘদিন ধরে বিদ্যমান শীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে সহায়ক হতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে