ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

জামায়াত-পাকিস্তান বৈঠকে চাঞ্চল্যকর আলোচনা!

২০২৫ আগস্ট ২৩ ২০:০১:২১
জামায়াত-পাকিস্তান বৈঠকে চাঞ্চল্যকর আলোচনা!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তাহের। তিনি জানান, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য, সার্ক কার্যক্রম পুনরায় সক্রিয় করা, এবং ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন,“গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল। এখন দেশের ভেতরে এবং সরকারের মাঝেও একটি উপলব্ধি তৈরি হয়েছে যে, এ অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক রাখা প্রয়োজন।”

এছাড়া আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলোর দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা। পাশাপাশি, জাতীয় নির্বাচন সম্পর্কেও প্রসঙ্গক্রমে আলোচনা হয় বলে জানান জামায়াত নেতা।

তাহের বলেন,“দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে যেসব ঐতিহাসিক বাধা রয়েছে, সেগুলো নিরসনের ওপর আমরা জোর দিয়েছি।”

এ বৈঠককে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বাংলাদেশে সফররত পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনাগুলো দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে