ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

শিক্ষক নিয়োগ বিধিমালায় আসছে বড় পরিবর্তন

২০২৫ আগস্ট ১৭ ১০:৪১:২২
শিক্ষক নিয়োগ বিধিমালায় আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ১৫,৩২৭ জন এবং প্রধান শিক্ষক পদে ২,৩৮২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ সংশোধনের খসড়া ইতোমধ্যে পিএসসি অনুমোদন করেছে এবং এটি বর্তমানে লেজিসলেটিভ বিভাগের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে।

বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে ১০,১৬১টি। এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শূন্যপদ রয়েছে আরও ৫,১৬৬টি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২,৩৮২টি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৩৪,১০৬টি। বর্তমান বিধিমালায় ৬৫% পদোন্নতি এবং ৩৫% সরাসরি নিয়োগের বিধান থাকলেও, প্রস্তাবিত সংশোধনীতে এই অনুপাত পরিবর্তন করে ৮০% পদোন্নতি ও ২০% সরাসরি নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠকে তিনি দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এক মাসের মধ্যেই শুরু করা সম্ভব হবে। অন্যদিকে, প্রধান শিক্ষক নিয়োগের জন্য পিএসসি আলাদা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণেও কাজ চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে