ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

৩০০ ফিটে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই 

২০২৫ আগস্ট ১৪ ১৭:১৭:৩৪
৩০০ ফিটে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন আসিফ মাহমুদ।

আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, "চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। জানে আলম অপুর দেওয়া বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।"

জানে আলম অপুর দাবি অনুযায়ী চাঁদাবাজির দিন গুলশানে গিয়েছিলেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, “রাতে মাঝে মাঝে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই। দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যাই খাওয়ার জন্য।”

তিনি আরও বলেন, "২০২২ সালে জানে আলম অপুকে চিনতাম। ৫ আগস্টের পর তার সঙ্গে আর দেখা বা কথা হয়নি। এমন অভিযোগ শুনে আমি নিজেই অবাক।"

সিসিটিভি ফুটেজে একজন হেলমেট পরা ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, "সিসিটিভিতে হেলমেট পরা কাউকে দেখিয়ে আমাকে বলা হলে, সেটা কতটা গ্রহণযোগ্য? তদন্তাধীন বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না।"

রাজনীতি করা এবং পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিচিতি বেশি বলেই আমার নাম বেশি আসে। অথচ সরকারের বিভিন্ন পর্যায়ে আরও অনেকেরই রাজনৈতিক অতীত আছে। আমি মনে করি, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সবাইকে পদত্যাগ করা উচিত।”

তিনি জানান, “আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না, বা এনসিপিতে যোগ দেব কি না—এখনো সিদ্ধান্ত নেইনি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে