ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

২০২৫ আগস্ট ১৩ ১৯:৫১:৪২
ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম জানিয়েছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিও (মাসিক পে অর্ডার)-তে অন্তর্ভুক্ত করা হবে এবং আগামী সপ্তাহে এই বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে, এবং অনুমোদনের পর এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। বিশেষ করে ২০০৬ সালের আগে স্বীকৃতি পাওয়া, কিন্তু বৈষম্যমূলকভাবে এখন পর্যন্ত এমপিওভুক্তি না পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

সচিব জানান, এর আগে ২০২২ সালের পর কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এছাড়াও, ৬ হাজারেরও বেশি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ৩ হাজার ৩৫৯টি প্রতিষ্ঠান ২০০৬ সালের আগে স্বীকৃত, অথচ কোনো এমপিও বা ভবন সুবিধা পাননি। অন্যদিকে, ৩ হাজার ২২টি একেবারেই কোনো সহায়তা পর্যন্ত পাননি। এইসব প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্মাণ প্রকল্পগুলো পরিকল্পনা কমিশনের 'সবুজ পাতা'-তে অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে ভবন নির্মাণের কাজ শিগগির শুরু হবে।

উল্লেখযোগ্য যে, জাতীয় বাজটে ইতোমধ্যে ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও অন্তর্ভুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ-ভিত্তিক অনুদান থেকে এই মন্ত্রণালয়ের নীতিগত অগ্রসর পদক্ষেপ শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে