ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারদর ১০৫% বৃদ্ধির পর রহিমা ফুডের কাজু বাদাম প্ল্যান্ট বন্ধ

২০২৫ আগস্ট ১৩ ২২:২৪:৫০
শেয়ারদর ১০৫% বৃদ্ধির পর রহিমা ফুডের কাজু বাদাম প্ল্যান্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তাদের কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

আজ (১৩ আগস্ট) স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি জানায়, ১২ আগস্ট তাদের পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক কার্যকারিতায় কাজু বাদাম প্ল্যান্টের উৎপাদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই নারকেল তেলের প্ল্যান্ট বন্ধের ঘোষণার পর রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮২ টাকা ২০ পয়সা। এরপর মাত্র ২৪ কর্মদিবসের মধ্যে ১১ আগস্ট তা বেড়ে ১৬৮ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে শেয়ারটির দাম ১০৫ শতাংশ বৃদ্ধি পায়।

কোম্পানির রাজস্ব এবং মুনাফা কমে যাওয়া সত্ত্বেও শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ডিএসই'র তথ্য অনুসারে, ১৩ আগস্ট রহিমা ফুডের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ৪৪৩.৬৫। বাজার বিশেষজ্ঞরা বলছেন, পিই রেশিও অনুযায়ি শেয়ারটি অস্বাভাবিক ঝুঁকিপূর্ণ। তার ওপর দফায় দফায় উৎপাদন বন্ধের খবর শেয়ারটির ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছে। তারপরও শেয়ারটির দাম আকাশচুম্বী অবস্থায় পৌঁছেছে।

কাজু বাদাম প্ল্যান্ট বন্ধের ঘোষণার পর আজ ডিএসইতে রহিমা ফুডের শেয়ারের দাম ৭.৭৯ শতাংশ বা ১৩ টাকা কমে ১৫৩ টাকা ৮০ পয়সায় নেমে আসে। এদিন ৯ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তাদের রাজস্ব মূলত কাজু বাদাম, নারকেল তেল এবং কাজু বাদামের উপজাত থেকে আসে। তবে উৎপাদন বন্ধের কোনো কারণ কোম্পানি প্রকাশ করেনি।

ডিএসই'র তথ্যে আরও দেখা যায়, গত তিন মাসে রহিমা ফুডের শেয়ারের দাম প্রায় ১৫০% বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিটিকে চারবার নোটিশ পাঠিয়েছে। জবাবে কোম্পানি জানায়, মূল্যবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে