ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

৩৩টি ওষুধের মূল্য ৫০% পর্যন্ত কমলো

২০২৫ আগস্ট ১৩ ১৯:৫৭:২৯
৩৩টি ওষুধের মূল্য ৫০% পর্যন্ত কমলো

নিজস্ব প্রতিবেদক : সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দামে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রিক মূল্যছাড় ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে সরকারের ওষুধ ক্রয়ে প্রায় ১১৬ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হবে, এক ব্রিফিংয়ে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।

সামাদ মৃধা জানান, এই সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর নেওয়া হয়েছে এবং এতে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন এবং ইনজেকশনসহ মোট ৯ ধরনের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিষ্ঠানকে লাভজনক করার লক্ষ্য নিয়ে সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি দমনে উদ্যোগ এবং প্রায় ৭০০ অপ্রয়োজনীয় কর্মচারীর ছাঁটাই করা হয়েছে। ফলে উৎপাদন বেড়ে প্রায় ৫৯ কোটি টাকার সম পরিমাণ লাভ হয়েছে।

এছাড়া, কাঁচামাল ক্রয়ে উন্মুক্ত দরপত্র প্রণালীর ফলে প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠান ইনসুলিনসহ বায়োলজিক্যাল পণ্যের জন্য ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট গড়ে তুলবে। উৎপাদন সম্প্রসারণ করে সরকারি ওষুধ সরবরাহ ৭০% থেকে ৯০% বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, এবং ধাপে ধাপে টোল ম্যানুফ্যাকচারিং পদ্ধতি বন্ধ করার প্রস্তুতিও চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে