ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

সাবেক গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব

২০২৫ আগস্ট ১৩ ২১:২০:০৩
সাবেক গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের তিন জন সাবেক গভর্নর, চার জন ডেপুটি গভর্নর এবং দুই জন বিএফআইইউ প্রধানের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে।

যেসব সাবেক গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন: আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার।

সাবেক ডেপুটি গভর্নরদের মধ্যে রয়েছেন: সিতাংশু কুমার সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাসের।

এছাড়া, বিএফআইইউ'র সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং মো. মাসুদ বিশ্বাস-এরও ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।

বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে অর্থ পাচার প্রতিরোধ সংস্থাটি এই ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। গত সপ্তাহে বিএফআইইউ এই চিঠিগুলো ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) নথি, লেনদেনের ইতিহাস এবং এ-সংক্রান্ত অন্যান্য তথ্য সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে ঘটে যাওয়া ব্যাপক অনিয়মগুলো সামনে আসতে শুরু করে। এই সময়ে উল্লিখিত গভর্নর ও ডেপুটি গভর্নররা নিয়ন্ত্রক হিসেবে ব্যাংকিং খাত পরিচালনা করেছিলেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে