ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

আল্লামা সাঈদীর মৃত্যু নিয়ে জামায়াতের অভিযোগ

২০২৫ আগস্ট ১৪ ১৫:১৪:৪৬
আল্লামা সাঈদীর মৃত্যু নিয়ে জামায়াতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালে চিকিৎসা অবহেলার কারণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। অসুস্থ অবস্থায় তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসা প্রক্রিয়ায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তার পরিবারকে শেষ মুহূর্তে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায় করতে দেওয়া হয়নি, যা নিয়ে লাখ লাখ তৌহিদি জনতা বিক্ষোভ করে; পুলিশ তাদের ওপর কঠোর পদক্ষেপ নেয়। অবশেষে তার লাশ পিরোজপুর গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং জানাজা ও দাফন সম্পন্ন হয়।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় দেশের ও আন্তর্জাতিক পরিসরে কোরআনের তাফসির করেছেন। তার লেখা গ্রন্থ, বক্তৃতা ও তাফসির যুগ যুগ ধরে মানুষকে আলোর পথে পরিচালিত করবে। তিনি একজন নির্ভীক কণ্ঠস্বর ছিলেন, যিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবনের সর্বস্ব উজার করেছেন।

তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তার দাওয়াতি কর্মপন্থা বাস্তবায়নের তাওফিক দিন।

জামায়াত আমির শেষদিকে সকল নেতাকর্মী ও দেশের মানুষকে আহ্বান জানান, আল্লামা দেলাওয়ার হোসাইনের স্বপ্ন অনুযায়ী একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে