ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি শক্ত অবস্থানে ফিরেছে: প্রধান উপদেষ্টা

২০২৫ আগস্ট ১২ ২২:২৬:২৪
প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি শক্ত অবস্থানে ফিরেছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে মাত্র এক বছরের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানে ফিরে এসেছে।

আজ মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বৈরশাসনের সময়ে টাকা চুরি করে ব্যাংক খালি করে দেওয়া হয়েছিল, ফলে পুরো আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। কিন্তু প্রবাসীদের রেমিট্যান্সই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মালয়েশিয়ার ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যারা অনিয়মিত অবস্থায় রয়েছেন, তাদের সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ নেবে। অভিবাসনপ্রত্যাশীদের বৈধ কাগজপত্র নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শও দেন তিনি।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে