ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

৫ আগস্ট কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন ফজলুর রহমান

২০২৫ আগস্ট ১১ ১২:২০:৫১
৫ আগস্ট কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন,“যে ছেলে ৫০০–৭০০ কর্মীকে নেতৃত্ব দিয়ে শহীদ করালো, অসংখ্য ছেলেকে আহত করালো, সেই ছেলে ৫ আগস্টের মতো একটি জাতীয় দিবসে কক্সবাজারে ফুর্তি করতে যায়— এদের কথাই আমাকে শুনতে হবে? আমি কি তাদের একটাও গালি দিব না?”

ছাত্রনেতাদের উদ্দেশে ফজলুর রহমান প্রশ্ন তোলেন—“তোমরা যে প্লেনে যাচ্ছো, ফাইভ স্টার হোটেলে থাকছো, এত টাকা কোথা থেকে এলো? যাদের বাড়ি মফস্বলে, ঘরে দোয়াল নেই, খেতে বসার জায়গা নেই— তাদের ছেলে আজ ১০০ কোটির মালিক? এই দুর্নীতিবাজদের কাছ থেকে কীভাবে আমরা মুক্তিযুদ্ধের শিক্ষা নেব?”

তিনি আরও বলেন,“তারা বলে— ‘৭১ নিয়ে কথা বলবেন না’। অথচ আমরা বলি, ৪৭–এর কথাও বলব, ৭১–এরও বলব। কিন্তু এরা আসলে ২৪–এর গর্ভজাত, এরা ইতিহাসবিহীন বেজন্মা।”

মুক্তিযুদ্ধ নিয়ে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ফজলুর রহমান বলেন:“একজন ইমাম ধর্ষণ করলে ইসলাম খারাপ হয় না, ঠিক তেমনি একজন মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করলে মুক্তিযুদ্ধও খারাপ হয় না। যারা মুক্তিযুদ্ধকে খাটো করে তারা রাজাকারের বাচ্চা। এ কারণেই তারা ঢাবিতে গোলাম আজম বা নিজামীর ছবি টাঙায়।”

মুজিববাদ প্রসঙ্গে তিনি বলেন,“মুজিববাদ শব্দটা এসেছিল ১৯৭২ সালে ছাত্রলীগ বিভক্ত হওয়ার পর। সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন অংশ দিতো ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’ স্লোগান, অন্যদিকে কুদ্দুস মাখনদের অংশ দিতো ‘মুজিববাদ’ স্লোগান। কিন্তু এই স্লোগানের পেছনে কোনো আদর্শিক ভিত্তি ছিল না, তাই ১৯৭৩ সালের পর থেকেই মুজিববাদ বিলীন হয়ে যায়।”

সাংবাদিক মাহবুব কামালও বলেন:“ছাত্রলীগ বিভক্ত হওয়ার পর রাজনৈতিক বিভাজন বোঝাতে ‘মুজিববাদ’ ও ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্র’— এই দুই শব্দ ব্যবহার করা হতো। এটি ছিল কেবল আলাদা করার টুল, কোনো আদর্শ বা দর্শন নয়। ৭৩-এর পর থেকেই এসব স্লোগান হারিয়ে যায়।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে