ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

২০২৫ আগস্ট ১১ ১০:৩৪:২৬
এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন আদেশ প্রদান করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৪ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় অনুষ্ঠিত এক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০)। আন্দোলন চলাকালে দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে আজমপুর এলাকায় পৌঁছালে, আসামিদের ছোড়া গুলি জুবায়েরের বাম কাঁধে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরে তিনি সুস্থ হন।

এ ঘটনায় ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন জুবায়ের। মামলায় ১১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫০–২০০ জনকে আসামি করা হয়। মামলার একটি অংশে শমী কায়সারকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৯ এপ্রিল, মামলার প্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত শমী কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে, ৮ ডিসেম্বর তাকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। তবে পরে ১২ ডিসেম্বর, আপিল বিভাগের চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করেন।

এছাড়া, মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর রাতে, উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন তাকে ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

শমী কায়সার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যপ্রযোজক। তিনি ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদুল্লাহ কায়সার, একজন খ্যাতিমান লেখক ও শহীদ, এবং মাতা পান্না কায়সার ছিলেন একজন সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য। পারিবারিক সূত্রে তিনি সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রীর ভাগ্নি এবং রাজনীতিক মাহি বি. চৌধুরীর খালাতো বোন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে