ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

চট্টগ্রাম বন্দর নিয়ে আসল তথ্য যা জানাল ফায়ার সার্ভিস

২০২৫ আগস্ট ১১ ১০:২৯:৪৬
চট্টগ্রাম বন্দর নিয়ে আসল তথ্য যা জানাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর এলাকায় বিস্ফোরণ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং পোস্ট ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো।

রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায় এবং আশপাশে মানুষের চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। অনেকেই দাবি করেন, এটি চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকার কোনো ভবনের দৃশ্য এবং সেখানে নাকি বোমা বা সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।

তবে বিষয়টি নিয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সাফ জানায়—“বন্দর এলাকায় এ ধরনের কোনো বিস্ফোরণের খবর আমাদের কাছে নেই। কেউ কোনো তথ্যও দেয়নি।”

‘সত্যবার্তা’ নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, “চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ংকর বিস্ফোরণ।” তবে সেখানে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান, সময় বা কারণ কিছুই উল্লেখ করা হয়নি। ভিডিওটি ইতোমধ্যে ২৭ জন শেয়ার করেছেন।

একইভাবে, মো. আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক ব্যবহারকারী লেখেন—“এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো, রক্তের প্রয়োজন।”তবে এই দাবির পেছনে কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

মুহাম্মদ গোলাম রহমান আরবী নামের অপর এক ব্যবহারকারীও একই দাবি করেন, তবে নিজেই স্বীকার করেন যে, তিনি জানেন না আসলে বিস্ফোরণ কোথায় ঘটেছে। তিনি শুধু “পরিচিত একজনের” ভিডিও শেয়ার করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় এমন কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তারা এই ধরনের গুজবকে উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর বা অপপ্রচার ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। গণ Panic বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন গুজব না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে