ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

গুগলে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্ন শুনলে অবাক হবেন

২০২৫ আগস্ট ০৩ ১৫:২৪:৪৫
গুগলে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্ন শুনলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক: আমরা প্রতিদিনই গুগলে কিছু না কিছু খুঁজি—তথ্য, ঠিকানা, রেসিপি কিংবা ব্যক্তিত্ব। কিন্তু ভেবে দেখেছেন কি, সারাবিশ্বে গুগলে সবচেয়ে বেশি কোন প্রশ্নগুলো করা হয়?

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুসারে, গত ৬ মাসের গ্লোবাল সার্চ ট্রেন্ড বিশ্লেষণে উঠে এসেছে এমন কিছু প্রশ্ন, যেগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়মিত গুগলে খোঁজেন। এই তালিকায় যেমন আছে ব্যবহারিক তথ্য, তেমনি কিছু অদ্ভুত ও মজার প্রশ্নও রয়েছে।

বিশেষ করে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নটি শুনে চমকে যাবেন—"আমার আইপি কী?" প্রতি মাসে প্রায় ৩৩ লাখ মানুষ গুগলে এই প্রশ্নটি করেন!

গুগলে সবচেয়ে বেশি খোঁজা শীর্ষ ১০টি প্রশ্ন (গত ৬ মাসে)

আমার আইপি কী? — ৩,৩৫০,০০০ বার

কয়টা বাজে? — ১,৮৩০,০০০ বার

ভোটার হিসেবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন? — ১,২২০,০০০ বার

কীভাবে টাই বাঁধবেন? — ৬৭৩,০০০ বার

তুমি কি এটা চালাতে পারবে? — ৫৫০,০০০ বার

এটা কোন গান? — ৫৫০,০০০ বার

কীভাবে ওজন কমাবেন? — ৫৫০,০০০ বার

একটি কাপে কত আউন্স থাকে? — ৪৫০,০০০ বার

মা দিবস কখন? — ৪৫০,০০০ বার

আমি এখন কোথায় আছি? — ৪০০,০০০+ বার (প্রতিবেদন অনুযায়ী আনুমানিক)

বিশ্লেষকদের মতে, এই তালিকা শুধু আমাদের কৌতূহলের বিষয়বস্তুই নয়, বরং মানুষের দৈনন্দিন প্রযুক্তিনির্ভরতারও বড় একটি ইঙ্গিত দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে