ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

চার শ্রেণি ছাড়া সকল করদাতার জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক

২০২৫ আগস্ট ০৩ ১৩:২৩:২২
চার শ্রেণি ছাড়া সকল করদাতার জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা এবং বিদেশে অবস্থানরত করদাতাসহ চার শ্রেণির করদাতাকে বাদ দিয়ে বাকি সব ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী, ২০২৫-২৬ করবর্ষ থেকে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।

অনলাইনে রিটার্ন জমা দিতে অযোগ্য করদাতারা:

১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা।

২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র সাপেক্ষে)।

৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা।

৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

উপরোক্ত চার শ্রেণি ছাড়াও যেকোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে, নির্দিষ্ট যুক্তিসহ ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। পরবর্তীতে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তিনি কাগজভিত্তিক (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

তবে অনলাইন রিটার্ন বাধ্যতামূলকতার বাইরে থাকা চার শ্রেণির করদাতারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, করদাতাদের জন্য ই-রিটার্ন সিস্টেমকে আরও সহজ ও সেবামুখী করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে