ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ০২ ১৯:১১:৫০
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৩১ জুলাই)। সভায় কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও বোর্ড অব ডিরেক্টরসের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম। উপস্থিত ছিলেন বোর্ড সদস্য নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান, এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এ কে এম মোস্তাক আহ্ম্মেদ খাঁন।

এছাড়াও শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ এবং হাসিব আহমেদ।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির চলমান প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, কোম্পানি ভবিষ্যতেও শেয়ার বাজারে এই ইতিবাচক ধারা বজায় রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে