ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

রায়েরবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টার বিস্ফোরণ

২০২৫ আগস্ট ০২ ১৫:৪৭:৫৬
রায়েরবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রায়েরবাজার বধ্যভূমির গণকবর নির্মাণে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার সকালে বধ্যভূমি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের কবরস্থানেও যদি দুর্নীতি হয়, তাহলে চলবে কীভাবে?”

পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকে জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইট ও সুড়কির মান অত্যন্ত নিম্নমানের, যা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাই দেখছেন, কতটা খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। দয়া করে এসব দুর্নীতির বিষয়গুলো আপনারা তুলে ধরুন।”

উপদেষ্টা জানান, রায়েরবাজার গণকবরে এখনো ১১৪ জন শহীদের মরদেহ অজ্ঞাতনামা হিসেবে রয়েছে। এখনো তাদের শনাক্ত করা সম্ভব হয়নি, তবে সে প্রচেষ্টা চলছে। আগে অনেক পরিবার মরদেহ শনাক্তে আগ্রহ দেখাননি। তবে এখন অধিকাংশ পরিবার পরিচয় শনাক্তে সম্মত হয়েছেন।

তিনি বলেন, “পরিবার চাইলে মরদেহ উত্তোলন করে পোস্টমর্টেম করা হবে। কেউ মরদেহ নিতে চাইলে, তা দেওয়ার ব্যবস্থাও করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যারা শহীদদের গণকবরে চাপা দিয়েছে, তাদের বিচার হবেই। কাউকে ছাড় দেওয়া হবে না।”

রায়েরবাজার গণকবরে শহীদদের মর্যাদা রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, “যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য সম্মান জানাতে হলে এই দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে